কবি: আশফিকা আঁখি
(১)
পিতার বুকে বইছে ঝড়
মাতার চোখে বন্যা
ভাইয়ের বুক বুলেট বিদ্ধ
বোনের বিষাদ কান্না।
বিছিয়ে দেওয়া ভাইয়ের বুকে
ভাই করছে গুলি
একাত্তরের চেতনা হায়
কেমনে ভুলে গেলি?
(উৎসর্গ- শহীদ আবু সাঈদ কে)
(২)
আকাশ জুড়ে বৃষ্টি পড়ে
বৃষ্টি চোখে মুখে
বৃষ্টি পড়ে হৃদয় জুড়ে
হাজার মায়ের বুকে।
বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে
শীতল হয় না বুক
চোখ বুজলেও দেখতে পায়
ঘাতক, খুনীর মুখ।