বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

“আমি অচলকে সচল রাখতে চাই”

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ Time View

-:চিত্রশিল্পী মিলন বিশ্বাস:-

 

আমি শিল্পচর্চা করতে এসে বারবার শৈশবকে খুঁজি কারণ শৈশবে যে সকল ইতিহাস রয়েছে সে আনন্দঘন মুহূর্তগুলো কখনো ভুলতে পারিনা। তাই সব সময়

ঐতিহ্য ধারণ করে আমি শিল্প চর্চা করি আজও মনে পরে রাতে ঘুমালে মালিশের পাশে রেডিও রাখা একটু বড় হয়ে উঠলে আমার ছিল ওয়াকম্যান ক্যাসেট এভাবে কত স্মৃতি বিজড়িত ।আমি লালন করি ইতিহাসকে ধারণ করে পথ চলি।একজন শিল্পীর শিল্পকর্মের ইতিহাস তার সাধনাকে সফল করতে পারে ।প্রাচীন যুগে শিল্পীরা কিভাবে মনের ভাব প্রকাশ করতেন আমরা শৈশবে আশির দশকে যা দেখেছি সেসব দিনগুলো আজ যান্ত্রিক হয়েছে। আমি শিল্পচর্চার মাধ্যমে শুধুমাত্র মানুষের গবেষণাটা যখনই করি কেন এত অল্প বয়সে পরপারে চলে যায় সে ক্ষেত্রে আমি যতটুকু ধারণা করেছি আগেকার মানুষ শ্রম দিত শ্রমে ঘাম ঝরাতো, শরীরের লোমকূপ থেকে ঘামের সাথে বিষাক্ত জীবাণু বের হয়ে যেতো মানুষ সুস্থ ভাবে জীবন যাপন করত। এখন মানুষ যন্ত্রের উপরে নির্ভরশীল হয়ে চলছেন তার জন্যই নানান রকম ব্যাথি বাসা বাঁধছে মানুষের হৃদয়ে। একজন কাঠমিস্ত্রি কতটা পরিশ্রম করে একটি কাঠকে সুন্দর করে যে কোন বিষয় তৈরি করতেন এখন তো বিষয়টি সব মেশিনের মাধ্যমে ব্যবহারিত বিষয় তৈরি করার উপযোগী করে তোলেন তার শ্রম প্রয়োজন হচ্ছে না তেমনি প্রত্যেকটা মানুষ সৌখিনতার মাধ্যমে জীবন যাপন করছে ।তারি সাথে খাদ্যে ভেজাল দ্রব্য যুক্ত হয়ে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। মোবাইল নামক যন্ত্র এসে মানুষের চিন্তা ভাবনা অনেক যান্ত্রিক বিষয়ক বিলুপ্ত পথে তাই সেই ধরনের বিষয়গুলি আমি সংরক্ষণ করে নবীন প্রজন্মদের দেখার সুযোগ করে দেই ।ইতোমধ্যে

প্রত্নতত্ত্ব সংরক্ষণে আশির দশক ৯০ দশকের ব্যবহৃত অনেক বিষয় সংরক্ষণ হয়েছে। তাই দেখে ইতোমধ্যে আমার অনেক শুভাকাঙ্খী তার সংরক্ষণে যা আছে তাই আমার সংরক্ষণশীলায় দেওয়ার জন্য আগ্রহ পোষণ করছেন ।

 

মানুষের ব্যবহারিত ঐতিহ্য সংরক্ষণ

খুলনা আর্ট একাডেমি ।

 

খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান

এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই সংস্কৃত মনা ভালো মনের অধিকারী যারা সমাজকে সুন্দর রাখতে নিজেকে সদা ব্যস্ত থাকেন‌। ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সন্ধ্যায় খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ২০২১ সালের ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী সজীব মন্ডল বাংলাদেশী এক টাকার লাল কয়েন এবং আমেরিকান ১সেন্ট খুলনা আর্ট একাডেমির সংরক্ষণশালায় উপহার দিয়ে একটি মন্তব্য লিখে গেছেন।আমি প্রিয় শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি সজীব একদিন এই দেশের গুণী শিল্পী হয়ে দেশের শিল্প চর্চাকে আরো প্রসারিত করবে।

 

বিঃদ্রঃ আমার এখানে যারা এ ধরনের হারিয়ে যাওয়া ঐতিহ্য দিতে আগ্রহী আমাকে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপে নকদিবেন আমি আপনার বাসায় গিয়ে নিয়ে আসবো। আমাদের নবীন প্রজন্মরা এ ধরনের বিষয় দেখে তারা আনন্দ উপভোগ করে।

 

শুভেচ্ছা শুভেচ্ছা

চিত্রশিল্পী মিলন বিশ্বাস

প্রতিষ্ঠাতা পরিচালক

খুলনা আর্ট একাডেমি

01716-570062

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102