সাহিত্য জগতে এসে শুনেছি যে নাম
তিনি, ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম,
সব সমাধানের তিনি এক ডিকশনারি
আমরা সবাই কবি, কে এত পারি?
তিনি "কবি" গড়ার মহান কারিগর
অনেক কে শিখিয়েছেন শব্দ বর্নের ব্যবহার,
এত শব্দ বাক্যের নতুনত্ব কোথা পায়
আমি ভাবি কখন ও, নির্জন কবিতার আরাধনায়!
কবিতা আমি নিজে যখন লিখি
তার কবিতার থট থিম নিজ মনে শিখি,
তিনি অনেকের হাতে-কলমে শিক্ষাগুরু
সব জটিল প্রশ্নের সমাধান, পানির মত করেন শুরু!
অনেককে হেঁশেল থেকে এনে তিনি ধরিয়েছেন খাতা কলম বই ,
আমরা তার নাম নিতে ও আজ বিব্রত হই
হয়েছেন কেউ কেউ নামি দামী কবি
কেউ আঁকি না মন ভুলে তার ছবি!
গুরু মারা কবি কেউ, হয়েছি আজ ভবে
উপকারী র উপকার স্বীকার, কে করেছে কবে?
সাগর থেকে কলসি ভরলে সাগর হয় না খালি
একদিন হিংসুটে হীনমন্য লোক যায়, অতলে তলি!
যাদের ধরিয়েছেন হাতে খাতা কলম বই
তারা আজ ডালে ডালে করে হইচই!
আমি যেন ভুলে না যাই কোন শিক্ষা গুরু
মা-বাবা থেকে শিক্ষা হয়েছিলো শুরু!