এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
বাধার দেয়াল ভেঙ্গেছি মোরা
বিপ্লবের দুর্গম পথে হেঁটে,
মকসুদে মঞ্জিল রয়েছে সামনে
রক্ত ঝরিয়েছি কাটার আঘাতে।
এই পথ কোনো সাধারন পথ নয়
চারিদিকে রয়েছে কাঁটা,
দীর্ঘ স্বপ্নে বিজয়ের পতাকায়
রয়েছে শহীদের রক্তে মাখা।
এখনো হাঁটছি বিজয়ের সন্ধানে
সাবধান থেকো বন্ধু,
শহীদের রক্তে পিচ্ছিল এই পথ
হোঁচট খেওনা কভুও।
পিছনে রয়েছে শত্রু-সেনার দল
আসছে বিপ্লব টেকাতে,
হোঁচট খেয়ে পরি যদি মোরা
আবারও হবে রক্ত ঝরাতে।
চারিদিকে শুনছি বিজয়ের জয়গান
মুক্ত পাখির কন্ঠে,
আসবে বিজয় যদি পারি মোরা
আর কিছুক্ষণ হাঁটতে।
ভুলে যেওনা পুরনো অতীত
বিপ্লবী সেনানিদের কথা,
মুক্তা ঝরা হাসিতে ঝুলেছে ফাশিঁতে
বিজয়ের স্বপ্ন ছিল হৃদয়ে গাঁথা।
দিনের পর দিন নির্যাতিত হয়েছে
করেনি কভুও নত শির,
ইসলামী বিপ্লবে উনাদের অবদান
এনে দিয়েছে বিজয়ের নীড়।
কোটি-কোটি মানুষের ভিড় জমেছে
সেই বিজয়টা দেখার তরে,
যেই বিজয়টির অপেক্ষায় কুরআনের পাখি
১৩টি বছর ছিলো কারাগারে।