কবি: কামাল মাহমুদ জয়
একটু সুখের আশায় মন উড়ে যায়,
নীল আকাশে মেলে ডানা, স্বপ্নে ভেসে যায়,
হাজার দুঃখের ভিড়ে খোঁজে একটু আলো,
কোথাও যেন আছে শান্তির ভালোবাসার পালক।
হৃদয় জুড়ে জমে থাকা বেদনার পাহাড়,
তবু একটুখানি হাসি খোঁজে তার,
চোখের তারায় ভাসে সোনালী ভোর,
মনের কোনে জাগে নতুন কিছু সুর।
চাই না অনেক, চাই শুধু একটুখানি,
যেখানে নেই ব্যথা, নেই কোনো অশ্রু,
সেই ছোট্ট সুখের আশায় মন উড়ে,
খুঁজে ফেরে একান্তে শান্তির ঠিকানা।