ঝড়ো হাওয়া বয়ে যায়,
দূরে ওই দূরে দুলতে থাকে পলাশের ডালে ঝুলিয়ে রাখা ছোট্ট লণ্ঠনের মিটিমিটি আলো।
জ্যোৎস্নার এক ফালি চাঁদকে বারবার ঢেকে ফেলছে খণ্ড খণ্ড মেঘের টুকরোগুলো।
জোনাক পোকার ঝাঁকে দিশেহারা নির্বাক মন, স্পর্শ করে অনুভূতির কিছু আনন্দঘন আলো।
দুহাতে সামলে রাখে আলিঙ্গনবদ্ধ তৃষ্ণার্ত দেহ।
দুলতে থাকে লণ্ঠনের নিভু নিভু শিখা, বলতে থাকে, “প্রিয়, হন্তদন্ত আজকে হয়েছে দিগন্ত রেখা।
আলোর চেয়ে প্রয়োজন বেশি, এই ঝড়ে আগলে রাখা।”
আঁখিতে আঁখি লুকানো অভিমানের মাখামাখি আদর সোহাগের প্রেমময় এক মুঠো কবিতা।
কবি:- জাসমিনা খাতুন,
রামপুরহাট, বীরভূম, ভারত।