মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:
অদ্য ০৯/১০/২০২৪ ইংরেজি রোজঃ-বুধবার, স্বাপ্নিক প্রিপারেটরি স্কুল কর্তৃক আয়োজিত বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জনাম মরহুম এম. এ. রশিদ স্যারের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাপ্নিক স্কুল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানঃ-নিজ বাসভবন-মাষ্টার বাড়ী।
সময়ঃ-৯ঃ৩০ ঘটিকা।
রোজঃ-বুধবার
তারিখঃ- ০৯/১০/২০২৪ ইংরেজি।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুর রশিদ স্যারের সুযোগ্য ভাতিজা ও উত্তরসূরী জনাব মোঃ আব্দুল মতিন সরকার-(প্রধান শিক্ষক খামারগ্রাম ৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথিঃ-
জনাব মোঃ রাশেদ ভূঁইয়া-
সহকারী অধ্যাপক-খামারগ্রাম ডিগ্রী কলেজ।
জনাব মোঃ মহসিন আলম মুহিন
কবি-লেখক-সাংবাদিক খামারগ্রাম।
জনাব মোঃ ইসমাইল হোসেন মোল্লা-
সহকারী শিক্ষক আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়, কামারখন্দ।
জনাব মোঃ আব্দুল জব্বার সহকারী শিক্ষক
বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ।
জনাব মোঃ সোহেল রানা সহকারী শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, জনাব এস.এম মাহমুদুল হাসান বাদল-(মরহুম এম.এ. রশিদ স্যারের বড় ছেলে),
জনাব হাজী মোঃ মোজাম্মেল হক মোল্লা-(বিশিষ্ট সমাজসেবক-খামারগ্রাম)-সহ আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অত্র স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
অনুষ্ঠানে মরহুম এম.এ. রশিদ-(প্রধান শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ)-স্যারের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণমুলক আলোচনা করেন স্যারের ভাতিজা ও খামার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল মতিন মাষ্টার।
দোয়া পরিচালনা করেনঃ-
জনাব আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম আনসারী সাহেব-খামার
বায়তুর নূর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম খামারগ্রাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু সুব্রত মালাকার।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পাশাপাশি তার বাবা-মা-আত্মীয়-স্বজন ভাই-বোন সহ মুসলিম মিল্লাতের জন্য দোয়া ও মঙ্গল কামনা করা হয়।।