০১- কৃষক-
সারাদিন রোদে পুড়ে চাষাবাদ করি
আমরা কৃষক ভাই,
সবার জন্য খাবার যোগাই
বিশ্রাম মোদের নাই।
দুঃখ -কষ্ট বরণ করে
ফসল ফলাই মাঠে,
বেলা গড়ালেই যেতে হবে
পাশের গাঁয়ের হাটে।
সোনার ফসল বিক্রি করে
ফিরতে হবে বাড়ি,
খাবার নিয়ে বসে আছে
আমার ঘরের নারী।
হাসিখুশিতে থাকি আমরা
সময় কেটে চলে যায় মাস,
কৃষকরা দেশের সোনার ছেলে
নয়তো কারো দাস।
০২- শত্রু-
আপনের চেয়ে পর ভালো
পর কখনো শত্রু নয়।
আপন মানুষ মুখোশ পরা
তাদের দ্বারাই ক্ষতি হয়।
যদি তুমি কষ্টে থাকো
দেখবে না তোমায় চেয়ে,
একটু ভালো চললে পরে
হিংসায় তারা জ্বলে।
যার মন নোংরা সে কখনো
আপন মানুষের ভালো চায়না,
মনের ভিতর শয়তানি বুদ্ধি
কাউকে সে কয়না।
বিধাতা একজন আছে
সে ছাড় দেয় ছেড়েতো দেয়না,
আসহায় মানুষের চোখের পানি
কখনো বৃথা হয়ে যায়না।