০১- অভাব
অভাব অনটনে কাটছে সময়
কষ্টে যাচ্ছে দিন।
টাকা পয়সা হাওলাত করে
হয়ে যাচ্ছি ঋণ।
কতদিন আর এভাবে চলবো
হচ্ছে অনেক কষ্ট,
সময় মতো টাকা না দিলে
স্বভাব হয় নষ্ট।
পেটের দায়ে করতে হয়
সব ধরনের কাজ,
কর্ম করে খাওয়ায়
নেই কোন লাজ।
অভাব যতই আসুক
ডাকি খোদাকে রোজ,
অসহায় বান্দার ডাকে
নিবে একদিন খোঁজ।
—————————–
০২- অপূর্ণ ভালোবাসা
কখনো ভালোবাসোনি
করেছো শুধু অভিনয়,
মিথ্যা ভালোবাসা দিয়ে
ভরে দিয়েছো এ হৃদয়!
সেই হৃদয়টাকে টুকরো করে
গেঁথে দিলাম বকুল ফুলে,
আমার মনটাকে কাঁদিয়ে
সুখী করে দিলাম তোমাকে।
মনটাকে ভেঙ্গে দিলে
জীবনটাকে নষ্ট করে,
নষ্ট জীবন চাই না আমি
তোমার ভালোবাসা হারিয়ে।
তোমাকে না পাওয়া
জীবনের এক অপূর্ণতা,
কখনো কি পূরণ হবে
তোমার শূন্যতা?
শুধু তোমায় ভালোবেসে,
মরে যেতে চাই অনেক দূরে।