০১-চব্বিশের ছাত্র আন্দোলন
—————————————
আমি দেখিনি বায়ান্ন সালের ভাষা আন্দোলন
দেখিনি শহীদ হতে সালাম, শফিউর,রফিকে,
তবে দেখেছি চব্বিশের কোটা আন্দোলন
দাবি আদায়ে শহীদ হতে আবু সাঈদ ভাইকে!
আমি দেখিনি বাষট্টি সালের শিক্ষা আন্দোলন
দেখিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান,
তবে দেখেছি চব্বিশের নির্মম বর্বরতা হত্যা
পানি লাগবে কারো পানি বলে মীর মুগ্ধ দিয়ে গেল প্রাণ!
আমি দেখিনি একাত্তর সালের স্বাধীনতা
দেখিনি ১৬ ডিসেম্বর এর বিজয় উল্লাস,
তবে দেখেছি চব্বিশের গণবিস্ফোরণ
পুলিশের গুলি, টিয়ারগ্যাস এ বন্ধ হতে নিঃশ্বাস!
আমি পাইনি স্বাধীন দেশের স্বাধীনতা
পারিনি স্বাধীন ভাবে চলতে, কথা বলতে একবার,
চেয়েছিলাম নাগরিক অধিকারটুকু
অধিকার আদায়ে হয়ে গেলাম রাজাকার।
আমি পাইনি মেধাবী হয়ে চাকরি আমার বাংলাদেশে
তবে গণতন্ত্র দেশে সবার আছে অধিকার,
আন্দোলন করে করতেই পারি দাবি জানাবার
অধিকার আদায়ে পুলিশের বুলেট কেন ছাত্র জনতার?
আমি দেখেছি চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
দেখেছি স্বৈরাচারী শাসকের পতনে মুক্ত হতে দেশ,
অনেক শহীদ ভাই বোনের রক্তের বিনিময়ে
৫ আগষ্ট নতুন করে স্বাধীন হলো বাংলাদেশ।
০২- চাকরিটা আমার হয়নি!
—————————————
অনেক খোঁজাখুঁজির পরেও
চাকরিটা আমার হয়নি!
২১টি আবেদন করেও
কোন চাকরি পাইনি?
চাকরি নিতে কোটা লাগে
আমার কোন কোটা ছিল না,
চাকরি পেতে টাকার প্রয়োজন
তাই বুঝি চাকরিটা পেলাম না!
চাকরি নিতে প্রভাবশালী ব্যক্তির
সুপারিশ হয় দরকার,
মামা খালুর জোর থাকলে
চাকরিটা পেতাম কোন না কোন বার।
স্বাধীন দেশ, স্বাধীন দেশ
বলে করি গর্ব,
মেধাবী হয়ে চাকরি পাইনা
কি আর করবো?
০৩- পেঁয়াজ
———————————-
পেঁয়াজ এর দাম আকাশ ছোয়া,
খুচরা বলে কী করা?
বেশি দামে, বেশি বেচা,
ক্রেতার চোখে অশ্রু আসা।
পকেটে নাই এতো টাকা,
বাড়ি ফিরে বৌ এর কথা।
তরকারিতে নাই পেঁয়াজ বাটা?
নাইবা খেলাম পেঁয়াজ এর ছাতা,
কি আসে যায় ওরে বেটা।