মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ:
সে এক বিভৎস মর্মান্তিক অমানবিক নিষ্ঠুর অপ্রত্যাশিত ঘটনার অবতারণা যা কোন পাষাণ ও সীমারের বিবেকের হৃদয়কেও হার মানাবে। ভুক্তভোগী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৫ নং মুমুরদিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত চাতল গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা অত্যন্ত অভাবী কাঠুরিয়া শরীফ মিয়ার ১০ বছরের শিশু কণ্যা জিদনী আক্তার। ঢাকার লালবাগ এলাকায় আসমা উল হুসনা নামে দূর সম্পর্কের এক ফুফু ও ফুফা ব্যবসায়ী নুরুজ্জামান লেখাপড়া করাবেন এবং মানুষের মতো মানুষ করবেন বলে বছর খানেক আগে তার বাড়িতে নিয়ে গিয়ে জিদনীকে দিয়ে গৃহকর্মীর কাজ করাতেন তার দূর সম্পর্কের ফুফু। জিদনীর বাবা শরিফ মিয়া ও মাতা কবিতা আক্তার মাঝে মধ্যে ফোনে কথা বলেছেন তবে মেয়েকে দেখতে যাওয়ার জন্য বারংবার সম্পূর্ণ ঠিকানা চাইলে বিভিন্ন টালবাহানা করে এড়িয়ে যায়। আবার মেয়েকে দিয়ে ঘরের কাজের জন্য কোন আর্থিক সুবিধা জিদনীর পরিবারকে দেওয়া ও হতো না।
আগস্ট -২০২৪ইং মাসের এক শুক্রবার ভোর বেলা হঠাৎ এম্বুলেন্স দিয়ে মৃত জিদনীকে চাতল নিজ বাড়িতে দূর সম্পর্কের ফুফু আসমা ও ফুফা নুরুজ্জামান জিদনীর মা- বাবার নিকট বুঝিয়ে দিয়ে বলেন: আপনাদের মেয়ের ডায়রিয়া হয়েছিল, তাতেই মারা যায়। মৃত মেয়ের লাশ নিয়ে মা- বাবার আহাজারিতে উপস্থিত কোন বুদ্ধি কাজ করেনি। লাশ খুলে নিথর দেহ দেখার পর এক লোমহর্ষক দৃশ্য চোখের সামনে চলে আসলো যা হৃদয়ে রক্তক্ষরণ আরো বাড়িয়ে দিলো। নিথর দেহের হাত, পা, পেট, পিঠ, কাঁধ, মুখ সহ বিভিন্ন অঙ্গে গরম পানির ছেঁকার চিহ্ন পাওয়া যায়, যার কারণে শরীরের বিভিন্ন অংশে পানি ফুস্কুড়ি উঠে গেছে। দেহে শক্তভাবে পিটিয়ে মাংশ ফেটে যাওয়া চিত্র ও দেহে ক্ষত-বিক্ষত আঘাত করার বিভৎস নির্মম হত্যাকাণ্ডের লক্ষণ হৃদয় স্পর্শ করে গাঁ শিউরে ওঠে। এরপর শুরু হয় নানা জল্পনা কল্পনা মনে প্রশ্ন জাগে। সেজন্য উপস্থিত আসমার ছোট ভাই মুজাহিদ সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর কোন উপায় না পেয়ে দ্রুতই কালক্ষেপণ না করে এম্বুলেন্সে উঠে পালিয়ে যান। শিশু কণ্যা জিদনী আক্তারকে জঘন্যতম, নির্দয় ও নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত আসমা উল হুসনার স্বপরিবার সহ জড়িত সকল আসামীর ফাঁসি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে সোমবার ০২.০৯.২০২৪ইং তারিখ দুপুর ১১.০০ টার সময় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির প্রধান আলোচক ৫নং মুমুরদিয়া ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যান জনাব মো: আলাউদ্দিন সাবেরী। এ সময় বক্তব্য রাখেন মুমুরদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর মুজিবুর রহমান (টিপু), ৬ নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন এবং চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেমায়েত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। সার্বিক কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন মহিউদ্দিন খাঁ ও ছাত্র সমাজ – চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ। উপস্থিত আলোচক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ জিদনী আক্তারের নির্মম হত্যার প্রতিবাদে অপরাধীদের ফাঁসির দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মানববন্ধন কর্মসূচি পরিপালন করেন। সুশীল সমাজ এই ঘৃণ্য বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি সহ সর্বোচ্চ শাস্তি কার্যকর বাস্তবায়ন করতে জোর দাবি জানান।