রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের এক দফা দাবিতে কর্মবিরতি

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩১ Time View

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের এক দফা দাবিতে কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সগণ। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দাবী, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে যোগ্য, অভিজ্ঞ নার্সদের থেকে অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে পদায়ন করতে হবে।
বিগত সময়ে নির্বাচিত সরকারের নিকট দাবী না জানিয়ে অন্তর্বর্তী সরকারের নিকট দাবী জানানো কতটা যোক্তিক? এ বিষয়ে জানতে চাইলে নেতৃত্বদানকারী উপজেলা সমন্বয়ক লায়লা আক্তার মিঠু বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আমরা আন্দোলনে আছি। সরকারকে অস্থিশীল করার লক্ষ্যেই কি আপনাদের এ আন্দোলন? এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আমরা আন্দোলনে আছি। আন্দোলনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগীরা কষ্ঠ করছেন, দুর্ভোগ পোহাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মবিরতি চলাকালীন সময়ে রুটিন ওয়ার্ক ছাড়া জরুরী ও মুমূর্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102