কলমেঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
রোজ গোধূলি সন্ধ্যায়
ট্রেনটা হুইসেল দিয়ে স্টেশনে ভেড়ে,
ভাবি তুমি আসলে বুঝি বাড়ি
মনটা আমায় ছাদে নেয় তেড়ে !
তাকিয়ে থাকি চিমনির ধোঁয়ায়
দেখি, কুন্ডলী পাকায় উড়ছো আকাশে,
নিরুদ্দেশ হয়েছো বছর পাঁচ হবে
ভগ্নহৃদয় ছাদ থেকে নামি, দেখি কেউ নাই আশেপাশে!
আমি কি সধবা নাকি বিধবা, অযাচিত মনে ভাসে
সিঁথির সিদূর কি ফেলবো মুছে,
ঘোমটা দেয়া কি আছে প্রয়োজন
ছিলে আমার মন্দির, দেবতা, বিশ্বাস গেলো ঘুচে!
কিশোর বেলার ভালবাসা ঠেলে দিলে বিস্মিতির অতলে
তুমি কি স্বপ্নে শুনতে পাও আমার বুকে ঊর্মির গর্জন,
পরমেশ্বর ছিলে তুমি, পূজা, সেবা ছিলো কি কম
এতকিছুর পর ও তোমায় করতে পারলাম না অর্জন!
আজও তেমন জানালা দিয়ে দেখি পূর্ণিমার চাঁদ
সেই ঈগল দম্পতি ডানা ঝাপটায় উদাম ডালে,
জানালার পাশের বকুল গাছ থেকে ফুল পড়ে টুপটাপ
সব আছে, শুধু তুমি নাই এ অভাগীর ভাঙ্গা কপালে !