কলমেঃ জয় সরকার
হে কাজলনয়না,
তোমার ঐ চোখ দু’খানি
কেড়ে নিয়েছে মোর হ্রদয়খানি।
হে মায়াবিনী,
তোমার মায়ায়,
আমি হারিয়ে গিয়েছি এক দুর্ভেদ্য ছায়ায়।
হে রূপসী,
তোমাকে আমি বড্ড ভালোবাসি,
তুমি মোর হৃদয় করেছো চুরি হেসে এক অট্টহাসি।
তোমার এ পবিত্র নির্মল মুখ
দেখে ; পেয়েছি আমি এক অন্তহীন সুখ।
জানি না কভু তুমি হবে কিনা মোর,
আমি তোমাকে করব না কভু জোর।
হয়তো আমার মনের কথা তুমি জানতে পারবে না কখনো!
হয়তো পারতে না,কোনোদিন হয়তো আমাদের আর দেখা হতো না!
কি করব? আমি মানুষটা খুব ভীতু নইলে
কবেই আমি দিতাম তোমায় বলে!
তবে ভয় হয়
মন কয়,
“যদি তুমি কভু আর কথা না বলো,
তবে কিভাবে সে ব্যথা সইব আমি বলো!”h
তোমাকে বলি,
আর নাই বলি!
চিরকাল যাব তোমাকে ভালোবেসে!
যতই দুঃখ থাকুক আমার এ ললাট ঘেঁষে!