কলমেঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমার চোখে তুমি উত্তম কুমার
সুচিত্রা সেন আমি নই,
বিশ্বখ্যাত বিউটি, মার্ক এ্যানটোনি তুমি
ক্লিওপেট্রার মত খুঁজি তোমায়, করে পইপই!
অসন্মোহ বাসনা মনে জাগে
আমার চোখে তুমি টিপুর তরবারি,
অন্যায়ের প্রতিবাদী সূর্য পুরুষ
ঝর্ণার ঝরে পড়া স্ফটিক বারি !
তুমি অগ্রহায়ণের ফসল কাটা স্ফীত বক্ষ যুবা
বসন্তে গাছে গাছে ফোটা নবযৌবনা ফুল,
খর রৌদ্রে চৌচির বক্ষ ভিজাতে বধূর হাতে "সরবত"
বলেছি কি বলো, একটু ও আমি ভুল ?
তুমি দ্রাক্ষারসে নিবারন করো তৃষ্ণিতের বুক
আধার ঘরে প্রজ্জ্বলিত শ্বেতাভ দ্বীপ শিখা,
তুমি অথৈ পদ্মার সারাদিনে ঘর্মাক্ত ধীবর
কবির কলমে অনাহারী দূঃখী মার কষ্টের কাব্য লিখা!
তুমি দুর্গার বধে মর্ত প্রকম্পিত করা অসুর
পালংক ভেঙে তসনস করা রূঢ় ষড়রিপু,
কোমল প্রেমিক দেহ অপবিত্র করা দানব
তোমায় পাঠিয়েছেন ভবে আমার লাগি 'বিভু' !