কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
এই বাংলায় জন্মেছি আমি,
এই বাংলা আমার।
এই বাংলা দিনের সূর্য,
রাতের চন্দ্র তারা।
এই বাংলা মাঠের শষ্য,
সবুজের ঢেউ খেলা।
এই বাংলা নীল আকাশে,
পাখিদের ডানা মেলা।
এই বাংলা হেমন্তের সকাল,
চাষির মুখের হাসি।
এই বাংলায় নদীর বুকে মাঝি,
পাল তুলে নৌকা চলে ভাসি।
এই বাংলা শরতের রাণী,
শিউলি ফুল ফোটে।
নদীর কুলে কাশফুল গুলো
সারি বেধে ওরা ওঠে।
এই বাংলা পাহাড় ঘেরা,
সবুজ ঘেরা বন।
এই বাংলা ছেড়ে অন্য কোথাও,
আমার যেতে চায় না মন।