কলমেঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
কোন সখ হয়নি তোমার, পূর্ণ আমার দ্বারা
সখ পূরনের আসল জিনিস নাইতো আমার টাকা,
খোপায় তোমায় আজ-ও দেবো শিউলি ফুলের মালা
আমার পকেট আজ-ও তেমন গড়েরমাঠ ফাঁকা!
যেমন ছিলাম প্রথম দেখার সেই বসন্ত কালে
ঝরা পাতার মর্মর ধ্বনি বুকে ছিলো জমা,
জীবন সাথে জড়াতে তোমায় কত স্বপ্ন দেখা
শেষ শয্যায় যাবো যখন, আমায় করি ও ক্ষমা!
পঞ্চাশ বছর সঙ্গ দিলে কোনবা আকর্ষণে
ভালো বাসার সেই অঙ্ক, শোধ কি হয় গুণে!
কবির প্রেম শব্দ বর্ণের অশ্রুসিক্ত জীবন
কেন সেদিন বাসলে ভালো কোন কবিতা শুনে?