কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
======================
প্রশান্ত মহাসাগরে আর কত জল
ততোধিক বারি আমার দুনয়ন তল,
গাঢ় অন্ধকার অমাবস্যার কত আধার
বক্ষঃস্থল আমার কষ্টে কষ্টে অঙ্গার!
বজ্রপাতের যত শোর তার পতনে
বৈষম্যের সমাজে বিপন্ন-বিস্ময়ের নারী বাঁচে কুৎসার অযত্নে!
রমনীকে অবসহন করতে হয় অযুত গঞ্জনা
মুখোশাবৃত পতি সঙ্গে যেন পাখী খঞ্জনা!
পুরুষ শাসিত সমাজের পায়ে বেড়ি শৃঙ্খল
বেগম রোকেয়া সুফিয়া কামাল জাহানারা ইমাম পর্যন্ত ভাঙে নাই সে আগল!
নারী জলজ ফুল পুরুষে নেয় ঘ্রাণ
বাচ্চা পয়দার কারখানা তাই খণ্ডিত ভালোবাসা পায় ত্রাণ!
ইচ্ছে করে পরগাছা জীবন ছেড়ে বেছে নেই উদাসী বৈরাগ্য বা ফুলন দেবী
একতারায় তুলি সুর, কাটা রাইফেলের হই কবি,
ভালোবাসা পেতে নারী কাতরায় পুরুষের আদিম আবাসে
দলিত মথিত ব্যথিত হৃদয়ে হয় একদিন মলিন ফ্যাকাশে!