কলমেঃ শায়লা আহমেদ
অতি তুচ্ছ সাধারণ বিষয়টাও কবিদের কাছে বেশ খুব ভালো সবই ,
খোঁজে ভিন্নতা ভিতর বাহির লাগে অসাধারণ !
সাদামাটা লোকের কাছে একটা কিছু নিয়ে কোন রকম পড়ে থাকা
চলছে জীবন, চলুক দিন রাত্রি!জীবন জীবনের মতোন।
কবি'রা ও প্রেমে পড়ে হাজারো রকমের কল্পনাশক্তি থাকে অন্তঃপুরে,
কবির প্রেম নিবেদন করে লেখনী কবিতায়, গল্প, উপন্যাসে,
জীবন থেকে কেউ আবার নিতে মুক্তি খোঁজে নানান যুক্তি,
প্রণয়ের জ্বালায় জ্বলে সাধারণ মন দুঃখের সাগরে ভাসে
মনের মাঝে জমে থাকা কষ্ট দুঃখ হতাশা, আছে যতো
লেখনী তে করে সকল চাওয়া পাওয়ার প্রকাশ।
ভেঙে যায় মন সাধারণ এর খুঁজে পেতে বাঁচার আশা,
কবির কলমের আঁচড়ে হৃদয়ও যেন এক সুবিশাল আকাশ।
ভেজা ঘাসের উপর পা দু'খানা করাতে স্নান ব্যস্ত কবির চিত্ত,
শিশির বিন্দুর দিকে তাকিয়ে খুঁজে পেতে মুক্ত"র দানা।
সাধারনের মন বেজায় খারাপ কপালে দুশ্চিন্তার রেখা আকা,
ঘরে শীতের হিমেল হাওয়া দিচ্ছে বার-বার তাদের হানা
ওঁরা পড়েনি পুবের হাওয়া, ,বিষের বাঁশি,চোখের বালি, শেষের কবিতা,
কে কবি, কোনটা কার কাব্য গাঁথা, কে নজরুল,কে রবি!
কবির চোখে মুখে শীত'স্বপ্ন ভাসে, করে সাহিত্যে নানান রকম খেলা,
ভালোলাগে বৈরী হাওয়া, বসন্ত বিলাস, কখনো প্রকৃতির ছবি।