মোঃ জাবেদুল ইসলাম
আমি হলাম গায়ের ছেলে,
গায়ে আমার বাড়ি।
বাবা মা আর ভাই বোন নিয়ে,
গায়ে বাস করি।
গায়ে জমি জিরাত যেটুকু আছে,
ফসল ফলাই তাতে।
ফল ফলাদির বাগান লাগাই,
কষ্ট লাঘব হয় যাতে।
গায়ে আছে কতো পুকুর বিল,
ছোট বড় অনেক নদী।
পাল তোলা অই নৌকা গুলো,
আজ ভাসতো হেথায় যদি।
গায়ের ছেলেদের সাথে আমি,
নিত্য করি যে খেলা।
গায়ের পাঠশালায় যেতে কভু,
করি না তো অবহেলা।
গায়ের মানুষ প্রতিবেশী স্বজন,
সবাই আপন জন।
গায়ে আমি থাকি মিলেমিশে,
কারি সবার মন।
গায়ে আছে ক্ষেতের ফসল,
সবুজ ঘেরা বন।
গাছে গাছে পাখপাখালি,
রাতে চাঁদের কিরণ।
আঁধার গায়ে জোৎসনা রাতে,
মিটিমিটি করে জ্বলে।
আলোর পাখিরা সেই আলোতে,
মনের কথা যায় ব’লে।
আমার গায়ে পূর্ব আকাশে,
প্রথম দেখা যায় রবি।
প্রভাত বেলায় গায়ের কবিতা,
লিখে চলে শুধু কবি।