কলমেঃ মোঃ ফেরদাউস আলম
শীতের দিনে গ্রামীণ মেলা
জাঁকজমকে বসে,
জোয়ন বুড়ো উন্নাতাল হয়
জিলাপি ঘ্রাণ রসে।
নাগর - দোলায় মন দুলিয়ে
হৃদয় করে চাঙা,
মাটির তৈরি খেলনা পুতুল
হরেক রঙে রাঙা।
কাঁচের চুড়ি, নাটাই ঘুড়ি
ঘর সাজানোর দ্রব্য
গ্রাম্য মেলায় সব পাওয়া যায়
সকল জনের শ্রব্য।
নকুল দানা কুলপি গজা
জিভে ঝরায লালা,
শীত বুড়িটার সাথে আসে
মেলার যত পালা।
মেলার মাঝে একতার সুর
মিলনসূত্রে বাজে,
বউ ঝিয়েরা ব্যস্ত সবাই
মেলায় যারার সাজে।