কলমেঃ- এম.তাওহীদ হোসেন
আমি লাল বিপ্লবের কথা বলছি,
আমি আমার প্রজন্মের রুধিরের লালের কথা বলছি,
যাদের হৃদয়ের গহীনে ছিল অসীম সাহস,
শোষকের বন্ধুকের নলের সামনে বুক পেতে দিতে যাদের হৃদয় কাঁপতো না।
আমি লাল বিপ্লবের কথা বলছি,
ছাদে আর বারান্দাতে নিষ্পাপ অবুঝ শিশুদের
রুধিরের লাল বিসর্জনে সূর্যের রক্তিমতাকে হার মেনে যেতে দেখেছি।
আমি লাল বিপ্লবের কথা বলছি,
মায়ার বাঁধন দূরে ঠেলে দেশমাতৃকার সংস্কারে
রাজপথে মানবতাহীন শাসকের গুলি খেয়ে
রাজপথ লাল রক্তে ভাসিয়ে দিতে দেখেছি।
আমি লাল বিপ্লবের কথা বলছি,
হাসিমুখে তাজা রক্ত দিয়ে
নব যৌবনাদের বঙ্গোপসাগর ভাসাতে দেখেছি।
আমি লাল বিপ্লবের কথা বলছি,
শহীদদের লাল রক্তের বিসর্জনের বদলা নিতে
টাইম লাইন লালে লালে রাঙাতে দেখেছি।
আমি লাল বিপ্লবের কথা বলছি,
জুলাই, আগস্ট মাসকে লাল রঙে রাঙাতে দেখেছি।
# এম.তাওহিদ হোসেন
এলএল.বি অনার্স
পেশাঃ-শিক্ষানবিশ আইনজীবী
জেলা ও দায়রা জজ আদালত
জেলাঃ-সিরাজগঞ্জ
মোবাইল নং ০১৭৯২-১৮০২১৫
রচনাকাল: ২৮/০৭/২০২৪ খ্রিস্টাব্দ।