কলমেঃ শায়লা আহমেদ
পথ চলতে চলতে খুব ক্লান্ত লাগে
ফেলে আশা স্মৃতি যাচ্ছি বুঝি ভুলে,
তবুও তোমায় রেখেছি মনের মাঝে
কথা হয়’না যদিও হাসি’না প্রাণ খুলে!
হয়তো খুব ভালোবেসে ছিলে তুমি
রাখতে চেয়েছিলে শুধুই তোমার করে,
তোমার তুলনা সেটা কেবলই তুমি
স্মৃতিরা আজকাল তা-ই বড্ড নড়বড়ে!
তুমি ছিলে আমার জীবন জুড়ে সদাই
হৃদয়ের অন্তঃপুরে ছিল তোমার বসবাস,
কখনো ভাবিনি এরকম টাও হবে হয়তো
তোমার কারণে অকারণে করছি হাস পাস!
সেই’যে আমায় কথা দেওয়ার বিকেল টা
আর এলেনা ফিরে তুমি চেনা নদীর তীরে,
তোমার কথা ভেবে ভেবে রাত হচ্ছে ভোর
তুমি বিনা আছি বেঁচে একলা শূন্য নীড়ে।
তবুও আছি আমি যাচ্ছে চলে রাত দিন
না পাওয়ার জ্বালা মিটাতে আজও খুঁজি,
তবু ও বাঁচি আমি তোমার স্মৃতি মনে করে
সময়ের ব্যবধানে আমিও হারিয়ে যাবো বুঝি!