কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
তুমি কি জানো, কেউ তোমাকে ভীষণ ভালবাসে,
তোমার উচ্ছাসে দিবস রজনী স্বপ্নীল রঙে হাসে।
চোখের ভাষায় অনুভবের ধারায় তুমি তার কলতান,
কখনো মেঘ কখনো বৃষ্টি হয়ে সেই তো পিছুটান।
কল্পলোকে উদয় সাধনা কবেকার ইতিকথা,
অজানা পথিক খুঁজে বেড়ায় বিরহে কাতর কবিতা।
যায় কি শোনা হৃদয়ের আকুতি মনের মানুষ বিহনে,
তার আবেশ ঘিরে আছে আমায় একান্ত সঙ্গোপনে।
জোছনার আলোয় প্রেয়সীর বাহুডোর উম্মাদনায়
বিভোর,
তোমার মাঝে ভুবন আমার ভালবাসায় রচিত প্রহর।
ভীষণ ভালবাসি,অনেক অনেক ভালবাসি আমি তোমায়,
তুমি আমার শুধুই আমার সবটুকু উজাড় করা ভালবাসায়।