কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
দ্রব্য মূল্য এইভাবে,
বাড়াতে যদি থাকে।
এদেশেতে এবার তুমি,
বাঁচাবে বা কাকে?
প্রতিদিন বাড়ছে দাম,
থামছে না' আর কেহ।
আলু কপি মুলা গাজর,
পিঁয়াজ মরিচ তেলও.
মাছ মাংস ডাল আটা,
বাড়ছে দাম নিত্য।
বাজার গিয়ে চরমে ওঠে,
মাথায় হাত গেরেস্ত।
দ্রব্য মূল্য বৃদ্ধি পায়,
সব মাতব্বরের বেলায়।
সাধারণ মানুষ কষ্ট পায়,
দেখেন তারা অবহেলায়।