কলমেঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
স্ত্রীর যত থাকনা দোষ করতে হবে মাফ
স্বামী - নামক পুরুষ টার এটাই অভিশাপ,
তা না হলে শিক্ষা-দীক্ষা সমাজ সংসার সব হবে শেষ
এইভাবেই স্ত্রী নামক নারীরা সুখে আছেন বেশ !
স্ত্রী হলো চাঁদবদনী কলঙ্ক নাই তাতে
স্বামী যত কষ্ট করুক পারে না উঠতে জাতে,
আলাপ করবেন যে নারীর সাথে, সবার স্বামী অকর্মা
উন্নতি আর সংসার সুনাম সব স্ত্রীর পাওনা !
বাইরে গেলে অনুষ্ঠানে বুক ফুলিয়ে বলে
স্বামী আমার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার সাব,
ঘরে ফিরলে একই পুরুষের নাই কোন মাফ
"তোমার সাথে হয়ে বিয়ে জীবন ঝালা পালা
ইচ্ছে করে চলে যাই ঘরে দিয়ে তালা,
আমার মত দশটা মেয়ে পালতে পারে মোর বাপ
ভেবো না আমি মরবো গিয়ে নদীতে দিয়ে ঝাপ!
তোমার থেকে ভালো জায়গায় হতো আমার বিয়া
কপালের ফের পড়লাম আমি তোমার ঘরে গিয়া! "
একই নারী যখন-তখন কাঁদে ফোঁস ফোঁস
স্বামী বেচারি ভালো করুক কিম্বা করুক দোষ,
এমন শত প্যানপ্যানানি কটর কটর শোনা
শুনতে হয় না এমন স্বামী মেলে হাতে গোনা !
শেষ বয়সে সবই বৌয়ের
ছেলে-মেয়ে টাকা সোনা-দানা,
স্বামীর মেলে তখন শুধু 'বুড়ো' খেতাব খানা !
সারাজীবন ছিলেন রাণী আজও স্ত্রী রাণী
তবুও পুরুষ শাসিত সমাজ, এটা, আজ-ও, অপবাদ আর গ্লানি !