মোঃ জাবেদুল ইসলাম
পূর্ব দিকে সূর্য উঠে,
রঙিন আলোয় হেসে।
নীল আকাশে মেঘেরা সব,
বেড়ায় ভেসে ভেসে।
রাখাল ছেলে গরু মহিষ,
লয়ে যায় মাঠে।
মাঝি ভাই নৌকা ছাড়ে,
প্রতি ঘাটে ঘাটে।
কৃষাণ কৃষাণী সারাদিনমান,
ক্ষেতে করে কাজ।
খুশি মনে করে নিজেদের কাজ,
নাহি তাতে কোনো লাজ।
সন্ধ্যা হলে পাখিরা ফিরে,
আপন আপন নীড়ে।
জোনাকিরা দেয় যে আলো,
আঁধার রাতে ঘিরে।
চাঁদ উঠেছে দুর আকাশে,
একলা বসে আছে।
চাঁদের মতো তারাগুলো যেন,
মিটি মিটি করে হাসে।
দিনের পর রাত আসে,
রাতের পর দিন।
এভাবে আসছে চলে,
বাজায় খোকা বীণ।