কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
প্রতি দিনতো বাড়ছে অতি,
বাজার খরচের দাম।
বাজার গিয়ে দাম শুনে মোর,
ঝরছে যে গায়ের ঘাম।
আলু কপি মুলা ঝিঙা গাজর,
টমেটো পেঁপে লাউ পটল।
প্রতি দিন বাড়ছে দাম অতি দ্রুত,
ধরছে না তার কোন ফাটল।
সোয়াবিন তেল আর পামওয়েল,
চাল ডাল আটা ময়দা ঘি।
হলুদ আদা লঙ এলাচি তেজপার,
দামও কি আজ কমছে কি?
কর্ম মুল্য কোথাও বাড়েনি আজ,
আগের মূল্যে করছি কাজ।
আয়ের সাথে ব্যয়ের হিসেব তবে,
মিলাতে গিয়ে ঝরছে ঝাঁঝ।
তাঁর সাথে মিলছে না'তো ভাই,
কোথাও কোনো কর্ম কাজ।
বাড়ে যদি বাজার খরচের দাম,
শুকাবে যে মোর পিঠের চাম।