কলমেঃ এম. তাওহিদ হোসেন
কী অদ্ভুত মিল বিবাহ আর মৃত্যুতে,
তুমি হাসি মনে সবাইকে নিয়ে যাত্রী করলা,
আর আমি সবাইকে কাঁদিয়ে নিরবে চলে গেলাম,
তুমি আপন চরণ ঠেলে পালকিতে উঠলা,
আর আমি অন্যের কাঁধে ভর করে নিথর শরীরটা এলিয়ে দিলাম,
তোমার জন্য আড়ম্বরপূর্ণ মুকুট, শেরওয়ানি আরো কত সদাই করা হলো,
আমার জন্যও দাফনের অনাড়ম্বর কাপড়,আতর, গোলাপজল আরো কত কিছু কেনা হলো,
তোমার পুষ্পশয্যা সাজানো হলো ফুলের আবরণে,
আমার কবরখানাও সাজানো হলো তালাই, বাঁশ আর মাটির আবরণে,
তোমাকেও ফুলের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হলো,
আমার খাটিয়াতেও অশ্রু মিশ্রিত পুষ্পের শেষ ছিটানি দেওয়া হলো,
তোমার জলসার কাজি দু'হাত একত্রিত করলো,
আমার গোরস্থানের মৌলভী দুনিয়ার সব হাতকে, আমার থেকে ছিন্ন করে একক জলসায় পাঠালো,
তোমার জলসায় বেজে উঠল সাঁনাইয়ের সুর
আমার চারিপাশ ঘুমট করলো বিষাদের সুর,
তোমার জন্য মৌলভী আয়াত পড়ে করলো আপন
আর আমার জন্য আয়াত পড়ে করলো দাফন
কী পরম অবশ্যম্ভাবী বিপরীত সন্ধি বিবাহ এবং মৃত্যুর মাঝে!
ঠিকানাঃ সিরাজগঞ্জ
পেশাঃ শিক্ষানবিশ আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত সিরাজগঞ্জ
মোবাইল নংঃ ০১৭৯২-১৮০২১৫