দেওয়ান জুলফিকার হাসনাত
আমার বিবর্ণ সময়গুলো পিনিক্স পাখি হয়ে
উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে
আলো আঁধারের লুকোচুরিতে
মিলিয়ে যাচ্ছে স্বপ্ন বিলাসী আবেগী উচ্ছ্বাস
রামধনু রঙ ক্রমস ধূসর ফিকে হয়ে আসছে,
আশা নিরাশার পেন্ডুলামে দোদুল্যমান বিবর্ণ সময়গুলো গ্লোবালাইজেশন যুগে এসে মাথা ঠুকছে
বেঁচে থাকার আমরন সংগ্রামে।
বহতা নদীর মতোই বয়ে যাচ্ছে
প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশ
প্রাপ্তির খাতাটা নিরব নিথর অপাঙ্কতেয় শূণ্য,
বিবর্ণ সময় তীরের সন্ধানে হাবুডুবু খাচ্ছে অকূল পাথারে,
ব্যর্থ মনোরথে নোঙর থেকে হচ্ছে বঞ্চিত।