কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমার ভালোবাসার বিষে নীল হয়েছি আজ
পুরুষের রাজমুকুট খুলে তোমার মাথায় পারিয়েছিলাম তাজ!
কবি আর সৌন্দর্যের মাঝে ভালোবাসার বন্ধন প্রতিনিয়ত
কিন্তু নারীর সাথে কবির প্রেম নিত্য হয় গত !
ভালোবাসার অভিনয়ে কবির কলম দিলে থেমে
বনলতা সেন জয়িতা তিলোত্তমা যে ই হও, শিহরণে উঠছি ঘেমে!
আমি ক্লান্ত-শ্রান্ত নারীর বহুমুখী প্রেমের অভিনয়ে
একটু আদর সোহাগ পেতে সারাটা জীবন সব গেছি সয়ে !
আবেগ অনুভূতি নিঃস্বার্থ বন্ধুত্ব দৈহিক মিলনই নিবিড় ভালোবাসা
নারী পুরুষ সবার এমনি প্রেমের পরিনতি হোক, থাকে আশা!
তোমাকে পেলাম দুর্জয় যৌন বিলাসিনী ক্লিওপেট্রার মত
কাম তপ্ত এক নারী
জীব যেদিন প্রোটোজোয়া থেকে মেটো জায়ায় পরিনত হলো শুরু কামলীলায় ভারি!
সে যাক, কামতথ্য নয় হে আমার জীবন প্রেয়সী
তুমি কি মহাভারত যুগের বিষকন্যা ওষ্ঠে ওষ্ঠ চুম্বনে বিষ দাও খসি?