কলমেঃ শায়লা আহমেদ।
কেন এতো দম্ভ
ক্ষমতার লড়াই,
সব ছেড়ে যেতে হবে
মরণ আসিলে ভাই।
মাটির দেহ খানা
শূন্য পড়ে রবে,
দুনিয়াবি সকল কিছু
সাথে নাহি যাবে।
প্রাণ পাখি দিলে ফাঁকি
বন্ধ হবে দুটি আঁখি,
হিংসা হানাহানি ভুলে
মিলে মিশে থাকি।
নেই বাতি নেই সাথী
অচিন ঠিকানা,
একাই যেতে হবে
মাটি হবে বিছানা।
যতই থাকুক
সম্পদের পাহাড়,
মরণের কাছে
মূল্য আছে কি তার।
সত্য মিথ্যের
হবে যেদিন বিচার,
বাদ যাবে না
করলে জুলম অত্যাচার।
দিন থাকিতে
আমল ঠিক রাখা চাই,
আসিলে মরণ
কি হবে উপায়।