মোঃ জাবেদুল ইসলাম
শরৎকালে নদীর কুলে,
ফুটে কাশফুল।
হাওয়ায় হাওয়ায় ফুলগুলো সব,
দুলছে দুল দুল।
শরৎকালে নদীর বুকে
পাল তুলে যায় নাও।
কোন গায়ে যাও গায়ের বধু,
বারেক ফিরে চাও।
শরৎকালে নীল আকাশে,
উড়ে সাদা মেঘের ভেলা।
এপার ওপার মেঘেরা মিলে,
করে তারা খেলা।
পাখি ওড়ে শূন্য আকাশে,
দুটো ডানা মেলে।
তারি সাথে প্রজাপতিরাও
ডিগবাজি খেলে।
শরৎকালে চারিদিকে শুধু,
সবুজের ঢেউ খোলা।
শরৎকালের রপে রুপে,
মনকে দেয় যেন দোলা।