কলমে: মোঃ জাবেদুল ইসলাম
শরতের ছোট নদীর তীরে
সারি সারি কাশ ফুলগুলো।
হাত ছানি দেয় দুলে দুলে,
নীল আকাশে মেঘেরা উড়ে।
শরতের ছোট নদীর জলেরা,
ছোট ছোট ঢেউ খেলে চলে।
পাখি আর প্রজাপতিরা প্রাণ,
খুলে মনের কথা যায় বলে।
শরতের ছোট নদীর তীরে,
রাখাল বালক গরু মহিষ।
চড়ায়, গান ধরে সুরে সুরে,
নদীর জলও যায় শুকিয়ে।
শরতের ছোট নদীর বুকে,
জেলেরা নৌকা ভাসিয়ে।
জাল ফেলে ছোট মাছ ধরে,
অনেক জীবিকা নির্বাহ করে।
শরতের ছোট নদীর তীরে,
পড়ন্ত বিকেলে বড় উদাস মনে,
নদীর তীরে বসে বসে ভাবি,
কেবল শীতল হাওয়ায় ফুলগুলো,
অন্য রকম একটা দোলা দিলো।