মোঃ জাবেদুল ইসলাম
শরৎ কালে বিলে ঝিলে,
শাফলা শালুক ফোটে।
সাদা শাড়ি পরে কাশফুলেরা,
সবাই জেগে ওঠে।
বেলী চামেলি হাসনাহেনা ,
ফোটে শরৎকালে।
দক্ষিণ হাওয়া ঢেউ খেলে যায়,
ছোট্ট না’য়ের পালে।
পাখিরা সব নীড় ছেড়ে যায়
অজানা দুর দেশে।
নীল আকাশে মেঘের রাণী,
বেড়ায় ভেসে ভেসে।
প্রজাপতি উড়ছে আজি,
শরতের ফুলে ফুলে।
শরতের মাঝু ভাই জাল ফেলে,
ছোট ছোট মাছ তুলে।
ক্ষেতে ক্ষেতে কাজ করে যায়,
শরৎ কালের চাষী।
রাখালপরা গরু চড়ায় আর,
মাঠে মাঠে বাজায় বাঁশী।