মোঃ জাবেদুল ইসলাম,
রমনীগঞ্জ,বড়খাতা হাতীবান্ধা,লালমনিরহাট।
শরৎ আসে বাংলাদেশে,
হাওয়ায় হাওয়ায় দুলে।
নদীর কুলে হাত ছানি দেয়,
সারি বেধে শিউলি ফুলে।
শরৎ আসে বাংলাদেশে
দক্ষিণ হাওয়া বেয়ে।
মাঝি ভাইরা নৌকা বায়,
ভাটিয়ালি গান গেয়ে।
শরৎ আসে বাংলাদেশে,
চারিদিকে শুধু সবুজ।
খোকা খুকুরা নাচে গায়,
মন যেন তাদের অবুঝ।
শরৎ আসে বাংলাদেশে,
নীল আকাশে মেঘের ভেলা।
শরৎ কালে প্রজাপতিরাও,
মনের সুখে করে নানা খেলা।
শরৎ আসে বাংলাদেশ,
সাদা শাড়ি পরে।
পাখিরা ডাকে কিচিরমিচির,
শরতের গান ধরে।
শরৎ আসে বাংলাদেশে,
ভোমরা উড়ে গুণগুণ।
মেঠো আল পথে মাঝে মাঝে,
ফুটে উঠে শিউলি ফুল।