কলমেঃ- এম. তাওহিদ হোসেন
যমুনার করাল গ্রাসে
ভাঙছে বসত বাড়ী,
শিকড়ের টান ছিন্ন করে
স্মৃতি মুছে দিই অন্যত্র পাড়ি।
পাড়া-প্রতিবেশী, স্বজন-সুজন
হয়ে যায় সব আলাদা,
ভাঙন রোধে, কর্তৃপক্ষের
মনে নাই কোন তাগাদা।
বাড়ির পাশে ঝোপঝাড় ছিল
ছিল ভালোবাসার বন্ধন,
সব হারিয়ে নিঃস্ব মোরা
নাই আর কোন সম্বল।
প্রভাতে রোজ আযান হতো
যেতাম মসজিদে।
যমুনা তুই এতো নিষ্ঠুর
পেটে নিয়ে নিলি সবে।
কতো প্রিয়জন শুয়ে আছে
তোর কিনারার গোরস্থানে,
তোর গহ্বরে বিলীন হলো
শেষ স্মৃতিটুকুও চোখের
সামনে।
সর্বনাশা যমুনা তুই
আল্লাহর ওয়াস্তে থাম,
আর কী চাস?
দেবার মতো নাই কিছু আর
শুধু তোর দেয়া দুঃখটুকু
ইতিহাস।।
# এম. তাওহিদ হোসেন
এলএলবি অনার্স
পেশাঃ- শিক্ষানবীস আইনজীবী
জেলাঃ- সিরাজগঞ্জ
মোবাইল নং ০১৭৯২১৮০২১৫