কলমেঃ শায়লা আহমেদ
কে বলে তুমি কিছুই পারোনা
জাননা কাউকে সুখী করতে,
আমিতো জানি শুধু তুমি পারো
অলস দুপুরটা সুখে মুড়ে দিতে।
আমার লেখনী পায় ফিরে প্রাণ
তোমায় দেখে ভাঙ্গে ওদের নীরবতা,
তুমি সবটা জুড়ে হৃদমহলে বাস
তুমি আমার না বলা শত সহস্র কথা।
তুমি আমার তীব্র গরমের মাঝে
মৃদূ বয়ে যাওয়া দখিনা বাতাস,
শীতে জড়িয়ে রাখা উষ্ণ অনুভব
তুমিই বেঁচে থাকার এক আশ্বাস।
তুমি বৃষ্টির রিনিঝিনি শব্দের সুর
আপন মনে গেয়ে ওঠা প্রিয় কোন গান,
তুমি ই পরম শান্তির আবাসস্থল
তোমার জন্য মনের কোনে আছে টান।