কলমেঃ শায়লা আহমেদ
স্বাধীনতা তুমি
পল্লী বধুর সিঁথিতে,
স্বাধীনতা তুমি
পৌঢ়ের স্মৃতিতে।
স্বাধীনতা তুমি
কিশোরীর পায়ের মল,
স্বাধীনতা তুমি
মায়ের শাড়ির আঁচল!
স্বাধীনতা তুমি
তারা ঝলমল রাত,
স্বাধীনতা তুমি
শিশির স্নাত প্রভাত!
স্বাধীনতা তুমি
প্রিয়ার মুখের হাসি,
স্বাধীনতা তুমি
বংশীবাদক এর বাঁশি!
স্বাধীনতা তুমি
নব বধুর হাতের কাঁকন,
স্বাধীনতা তুমি
পাখিদের কলতান!
স্বাধীনতা তুমি
পরিপূর্ন যে প্রাপ্তিতে,
স্বাধীনতা তুমি
অভাগীর অপেক্ষাতে!
স্বাধীনতা তুমি
শিল্পীর রংতুলির ছবিতে,
স্বাধীনতা তুমি
কবির কবিতায় লেখনিতে।