কলমে: মোঃ জাবেদুল ইসলাম
স্কুল জীবনে সহপাঠী ছিলাম,
স্কুলে পড়াশোনা ভালো চলছিলো।
আমি তুমি একা নই, আমরা সবাই,
ভালো ছাত্র ছিলাম ক্লাসে।
তুমি আমি ফাস্ট ব্রেঞ্চে বসতাম,
ক্লাসে ভালো বলে।
আমরা যখন ক্লাস টেনে পড়ি,
তখন তোমার কথা কল্পনা করি।
অজান্তেই তোমাক ভালোবেসে ফেলেছি,
তুমি বুঝতে পারনি হয়তো বা।
আমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই,
যে যার মতো করে টিসি নিয়ে গেলাম তাই।
তোমাকে ভালোবাসি আমি,
খুঁজেছি আমি তোমারে বহু কাল ধরে।
হয়তো অন্য কারো ঘরের ঘরনি হয়ে গেছো,
হঠাৎ দেখা হবে আজ আমাদের দুজনের।
সত্যি অবাক চোখে তাকাতে পারছি না,
স্বপ্ন দেখছি না তো আবার?
সেই কত কাল আগের কথা।
হঠাৎ দেখা হবে এভাবে আজ আমাদের।