কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
স্বাধীনতা তুমি এসেছিলে
তিরিশ লক্ষের খুনে,
স্বাধীনতা তুমি এসেছিলে
মুজিবের কন্ঠ শুনে!
স্বাধীনতা তুমি এসেছিলে
গীতা কুরআন চুমে,
স্বাধীনতা তুমি এসেছিলে
ধানক্ষেতে শিশুর ঘুমে!
তোমায় পেতে হলো কত মা
স্বামী সন্তান হারা,
তোমায় পেতে নববধূর
মেহেদী রক্তের ধারা!
তোমায় পেতে কাঁধে তুলে নিলো
রাইফেল স্টেন এসএলআর,
তোমায় পেতে রাত কাটালো
মা বোনেরা ক্ষেতখামার!
তোমার জন্য মসজিদ মন্দিরে
ধর্ষিত হলো মা-মেয়ে,
সতীত্ব রক্ষায় রেহাই পেলো না
উপসনালয় আশ্রয় নিয়ে!
তোমার জন্য কত কিশোর
গ্রেনেড তুলে নিলো হাতে,
নিক্ষেপ করলো জান্তার ক্যাম্পে
নির্ভয়ে আঁধার রাতে!
স্বাধীনতা তোমায় রুখতে পারে নাই
“টিক্কার” অপারেশন সার্চ লাইট,
সেচ্ছায় দিলো না মাগো তোমায়
আনতে হলো করে ফাইট!
স্বাধীনতা তোমায় আনতে হলো
মা-বোনের ইজ্জত দিয়ে,
ইজ্জত, রক্তে কিনেছি তোমায়,
যেতে পারবে না কেউ কেড়ে নিয়ে!