পারিনি মম বাঁধিয়া রাখিতে তাহারে মোর হিয়াতে।
চলিয়া গিয়াছে,হারাইয়াছে যে জন (অবজ্ঞাভরে) ফেলিয়া মোরে দূর অজানাতে।
পারিব কিসে?
যদি সে না মানে কোন হৃদয়ের টান।
বুঝিবে না সে,রাখিবে না কোন ভালবাসার মান।
নয়ন ভরা যাহার সুখস্বপ্ন,
সে কেমনে শৃঙ্খলিত থাকিবে,
পশ্চাতে ফেলিয়া আসা দুঃসহ স্নৃতিতে স্বীয় সত্ত্বাকে আঁকড়াইয়া।
মিছিমিছি শুধু,অলীক স্বপ্নকে বাস্তবে পরিণত করিবার প্রয়াসে বাঁচিয়া রহিলাম আমি একা একা।
যদি কভু সে না আসে ফিরে আর মোর হৃদয়ে।
কাঁটাইয়া দিব দিন-ক্ষণ মানসপটে মম তাহার ছবি আঁকিতে আঁকিতে।
তবে,তবুও, মোর চিত্ত করিয়াছে এই পণ,
আজীবন আমি রহিব!
পথভোলা সে সুখের জন্য অধীর আগ্রহে অপেক্ষামাণ।