কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
বাংলা আমার মা
আমি তার অপমান মানি না,
কে তুই বিদেশি চর
ভাঙ্গিস আমার ঘর!
দেশের শ্রেষ্ঠ সন্তানদের করছিস অপমান
দেশের স্বাধীনতায় রক্ত দিয়েছিলো, ধর্ম বর্ণ সবাই সমান!
বেগম রোকেয়া কে অপমান করার দুঃসাহস কোথা পাস
শিল্পাচার্য, বিশ্ব কবি, সূর্য সন্তানদের মুঢ়ালি উপড়াস!
অপরিনামদর্শী স্বৈরশাসক যদি কোন প্রশাসক হয়
শিল্পসাহিত্যক কবি লেখক, সেজন্য, নিশ্চয় ই দায়ি নয়!
আজ যদি বিদ্রোহী কবি, নজরুল সিরাজি তারাশঙ্কর থাকতো বেঁচে
তোদের বুকে পদচিহ্ন, আঁকত বেছে বেছে
বিশ্বের অস্থির দুর্ভিক্ষপীড়িত দেশের তালিকায় সুজলা সুফলা বাংলা মা’কে কোন দুর্বৃত্ত নিতে চায়?
তুই তস্কর, ফেরাউন, বৃটিশ বেনিয়ার বংশধর
বাংলাদেশ থেকে পালাতে পাবি না, খোলা কোন দ্বার!
বাংলার সম্পদ মিল কলকারখানা যত
ধ্বংস করছে দুর্বৃত্তরা, তোরা দেখেছিস মাথা করে নত!
পদ্মা ব্রিজ মেট্রোরেল নয়তো কারো বাবার
এই বাংলার গরীব দূঃখী টোকাই মিলে সবার!
যদি রক্ষা করতে নাইবা পারিস, তুই বাংলা ছাড়
মুক্তিযোদ্ধাদের হাড়গোড়ে বধ্যভুমিতে আজ-ও এক পাহাড়!
কোন দেশের কলোনি হবে না বাংলা মার সন্তান
দরকার হলে ‘৭১ এর মত দেবে আবার, তিরিশ লক্ষ জান!
ভিয়েতনাম কম্বোডিয়া আফগান মনে রেখো
কোরিয়া ইরাকে শিক্ষা না হলে ফিলিস্তিন থেকে শেখ!