কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
সারাজীবনে রাষ্ট্রবিজ্ঞানী বললো ভুল
জানাশোনা কবি-সাহিত্যিকের মিথ্যা নয় এক চুল!
মিথ্যা তারা যারা উল্টোরথে চালাতে চায় দেশ
আমি তুমি বাংলাদেশ হলো, শিকড়হীন নিঃশেষ!
কারা বলে পাঁচই আগষ্ট হয়েছিলো কোন বিপ্লব
৭.৬২ বুলেট ব্যবহারি হত্যাকারীরা, সেদিনের কুশীলব!
আজ-ও কি খোঁজা হয়েছে সে বুলেটে হত্যা কতজন
পাঁচই আগষ্ট পর্যন্ত মৃত্যুর জন্য পুলিশের কতোটা ঋণ?
বলশেভিক বা ইরানের বিপ্লবে নিহত চল্লিশ হাজার
হয়ে ছিলো পতন সেদিন রেজা শাহ "পাহলভি রাজার!"
পশ্চিমা বিশ্ব কি তাকে গনহত্যা কয়
বলশেভিক বিল্পবে জারের পতন, লেনিনের হলো জয়!
কতজন হত্যা হলে, Genocide তাকে কয়
সরকার পরিবর্তনে প্রতিবারই বাংলায়, জীবন দিয়েছে জনতায়!
১৯৭১ সালে বাংলায় হয়েছিলো কি জেনোসাইড
গনহত্যায় রূপ দিতে এবার কেন ব্যবহার হচ্ছে, কলা পাকানো কার্বাইড?
মার্কিন বলে "গনহত্যা", আমরা নাচি সেই তালে
বাংলাদেশের বড় বড় দলের নেতা, মার্কিন কে দেবতা বলে!
ফিলিস্তিনের একলক্ষ মেরে নেতানিয়াহু বিশ্বে হিরো
অপরিনামদর্শী নির্বোধ শাসক বাংলাদেশে হলো জিরো!
'৭১ এর গনহত্যায় বাংলা শ্মশান, মার্কিন কোথায় ছিলো
সোয়াত জাহাজে রংবেরঙের কত অস্ত্র দিলো!
একচোখা নীতি মার্কিন রাজার, আজীবন বহমান
মনে রেখো, অনির্বাচিত সরকার, সব দেশে মেহমান!
যাত সংস্কার করো না বন্ধু, সংসদ ছাড়া মূল্য হীন
আজ-ও আমরা বহন করছি তিরিশ লক্ষ শহীদের ঋণ!
"রিসেট বাটন" যতোই টিপো ইতিহাস যাবে না মুছে
"ইতিহাস" একদিন জবাব চাইবো এসব লোকদের খুঁজে
'৫২, ৬৯, ৭১ এর মুক্তিযুদ্ধ মুছে লিখছো কোন ইতিহাস
শেরে-বাংলা সোহরাওয়ার্দী ভাসানী মুজিব মুছে, হয় কি কোন বাংলাদ্যাশ?
ইতিহাস বড় নির্মম নিষ্ঠুর বুঝবে অবুঝ সব গুরু
তোফাজ্জল আর তাবাসসুম উর্মির বলিদান হয়েছে শুরু!
যে এজেন্ডা নিয়ে এসেছো বন্ধু বুমেরাং হবে নিজ বুকে
তুমি আমি লাখো বাঙালি শহীদ হবে, মার্কিন রবে সুখে!
আমি কবি বোকার হদ্দ, বললাম সত্যি কথা
পালাবার কেউ পথ পাবে না লাশ হবে যথা তথা
বাংলার যত শ্রেষ্ঠ সন্তানদের করেছো অপমান
খড়কুটোর মত ভেসে যাবে, আসবে প্রলয় তুফান!