কলমে: রকিবুল ইসলাম।
গগণের নীলাবরণ মিশে আছে তোমার সুগভীর নয়নে।
প্রকৃতির অপরুপময়তা ছড়িয়ে আছে
তোমার সু-প্রসারিত কপলে।
সাগরের অসীমতায় প্রস্ফুটিত হয়েছ তুমি,
প্রস্ফুটিত হয়েছে তোমার মনন।
জগতের সকল কালোরা আরো নিকেশ কালো হয়ে ঠাঁই নিয়েছে তোমার অনিন্দ্য সুন্দর নির্লিপ্ত কোঠরাগত নেত্রের পাড়ে।
চন্দ্রীমা এসে তীলক এঁকেছে তোমার সু-প্রসারিত ললাটে।
গোলাপ এঁকেছে চুমু তোমার মোহনীয় মাদকতাময় ঠোঁটে।
প্রজাপতির দল বসিছে তব মস্তকে,অপার মহিমায় ভাস্বর হয়েছ তুমি।
আমি নিষ্পলক নেত্রে চেয়ে আছি তোমার মনোহরিনী বদনে।
এ কি বাস্তব! না কি অলীক !
না কি ঘুম ভাঙ্গা কোন স্বপ্ন!
না কি আমার অশান্ত,অবাধ্য,
অবচেতন মনের খেয়ালীপনা!
না কি স্বপ্নভূক আমার
অতৃপ্ত আত্নার সুখ-স্বপ্ন দর্শন।
আমি সবিষ্ময়ে অবিভূত!
নাহ্ আর ভাবতে পারছি না,,