কলমে: সিমা আক্তার
আমি নারী, সর্বক্ষেত্রে প্রানোচ্ছ্বাস বিজয়িনী
পুরুষ শাসিত সমাজের শত বাধা ভাঙ্গতে আমি দুর্বার।
ঘুমন্ত রুপকে যতটা মায়াবী মনে হয়,
যুদ্ধক্ষেত্রে আমি আমি ততটাই ভয়ংকর।
ভীরু রাস্তার কুকুর, শিয়াল দেখে,
নিজেকে বাঁচাতে পেনাল কোডের প্রয়োগ করতে পারি।
পেশির কম শক্তির জন্য হাপিয়ে উঠি,
স্বপ্নজয়ে পুরুষকে হার মানাতে আমি প্রস্তুত।
নারীর মায়ায় কাছের মানুষদের মৃত্যুতে আকাশ হয় ভারী,
পাথর হয়ে নৃশংস হওয়া আমার গুন।
গৃহের অন্দরে আমি সেবায়েত,
বাইরে পুরুষের জাগনা স্বপ্নে বলপ্রয়োগকারী।