কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমার লাগি গভীর গাঢ় অন্ধকার নিশি জাগি
হৃদয় অলিন্দে থোকথোক রক্ত জমাট বাঁধি,
মধুমতী তটিণী-র পাড়ে করবো না হাঁটাহাটি
পৌষের কনকনে শীতে নির্ঘুম শোব না শিশির সিক্ত দুর্বার পরে মাথায় দু-হাত বালিশ আঁটি!
কুসুম কস্তুরি আভা ক্ষপাপতির জোছনা
তোমার সৌন্দর্যের কাছে মলিন নিষ্প্রভ, কিছুইনা!
এমন ই ছিলো তোমার স্হান এ অন্তরে চিন্তা চেতনা
সে আস্বাদন মনের মুছে, দিয়েছো অনেক যন্ত্রণা !
আমাবস্যার সাবাৎসারে তোমায় আর খুঁজি না
বহিতে পারি না দিয়েছো অসীম দুর্নিবার বেদনা!
তোমার প্রণয়ন ফাঁদ শঠতায় মেতেছিলাম মুর্খ উচ্ছাসে
বুঝি নাই প্রতারণা, অসহ্য আজ আঘাত শেল তীব্রতা, ভালোবেসেছিলাম সরল বিশ্বাসে!
সমস্ত হৃদয় মেঘাচ্ছন্ন ঘৃণায়,বেদনায়,পরাজয়ের আক্রোশে
ধানসিঁড়ি মধুমতী বলেশ্বরের কিনারায় যাই, অবশেষে
দেখি না কোন ক্রোধ অবজ্ঞা, হৃদয় যাচ্ছে তোমায় ভালোবেসে, তটিণী-র কুল কুল ধ্বনিতে মিশে
নিথর নিস্তব্ধ যমিনী দ্বিপ্রহর পয়স্বিনী স্রোত সব ধুয়েমুছে ঘরে ফিরালো অবশেষে!