কলমে: এম. আব্দুল হালীম বাচ্চু
সবকিছু পুড়ে পুড়ে, ছাই হয়ে যাক
চাইব না কোনোকিছু, অবশেষ থাক!
বাগানের ফুল ছিঁড়ে, করব না ভুল
চুপচাপ দেখে যাব, কাগজের ফুল!
সবকিছু ধুয়ে যাক, সাগরের জলে
চাইব না আটকাতে, পিরিতের ছলে!
অভিমান বুকে চেপে, লুকাব না মুখ
চুপচাপ ঢেউ দেখে, খুঁজে নেব সুখ!
সবকিছু ভেসে যাক, আঁধারের ঘোরে
চাইব না বড়ো হতে, চাঁদ তারা ধরে !
খুঁজব না ভুলক্রমে, আলোকিত ভোর
চুপচাপ দেখে যাব, আঁধারের ঘোর!
সবকিছু ভেঙে যাক, দেখব না ফিরে
উঠব না সিঁড়ি বেয়ে, স্বপ্নের নীড়ে!
দেখে যাব কতটুকু, বাকি আছে খেলা
চুপচাপ সয়ে যাব, শুধু অবহেলা!
সবকিছু থেমে যাক, মৃত্যুর মতো
চাইব না বেঁচে থাকি, সুখীদের মতো!
চাইব না কারও কাছে, জীবনের ভাগ
চুপচাপ মেনে নেব, দেখাব না রাগ!
সবকিছু মুছে যাক, স্মৃতিপট থেকে
লাভ নেই কোনোকিছু, মনে রেখে রেখে!