কবি: সাহেলা সার্মিন
“””””””””””””””””””””
জানিনা কী আছে তোমার অভিযোগ নামায়!
ভীষণ কষ্ট হয় তোমার মিথ্যে বাহানায়!
দাবদাহে পুড়ে ছাই আমার অন্তঃকরণ
তবু্ও রৌদ্র আপন সে শোনে না বারণ।
আমি বুঝি না এ তোমার কেমন ছদ্মবেশ
ঘনঘোরে ভরিয়ে দাও মধুর আবেশ!
আবার পালিয়ে বেড়াও সন্তর্পণে
বুঝতে চাওনা পুরে খাক আমার অন্তঃপুরে!
নিজের হিসেব জমা রাখো নিজের তকমায়
কারো সাথে মিলিয়ে দেখো এক লহমায়।
মিথ্যেবাদী স্বার্থপর বড় স্বার্থপর তুমি
শুধু নিজ স্বার্থে তুমি এতোটা অগ্রগামী।
যখনই স্বার্থে ঘটেছে ব্যঘাত
একে একে বহুবার করেছ আঘাত।
আমিও বারবার গেছি ভুলে
যেমন ছিলে তেমনি রেখেছি হৃদয় কুলে।
অবরুদ্ধ আমি প্রকৃতি আমার বিরুদ্ধে
কান্নার ঢেউ আছড়ে পড়ে উপকুলে!
যুগ যুগ ধরে আমি অবহেলিত এক পরবাসী
নাইবা পেলাম কিছু তবুও ভালোবাসি!!