কলমে: সাদিয়া আক্তার দীঘি
কত ঢেউ সাগরের
কিনারে আছাড়ে পড়ে
কতো বালি মরুভূমির
বাতাসে যায় উড়ে!
এমনি গোত্রছাড়া হয়ে
হারিয়ে গেলাম আমি,
কী দোষ আমার, ঋভু অধিপতি—
বল না জগত স্বামী
দেখেছি আমি কত ঢেউ ভাঙা,
নীল সাগরের বুকে।
ভেসেছি তবু তোমারই প্রেমে ,
অজানা প্রেমের সুখে।
পেয়েছি পথ, হারায়ে হারাতে
সুদূরে পথের বাঁকে।
হারিয়েছি তা তোমারই প্রেমে
যত দুঃখের শাখে!
আঁকড়ে ধরে আছো শত শকুনি
বুনো নেকড়ের মতো
হে আমার স্বদেশ ভূমি,
লু মরুঝড়ে বহিবে শোক আর কত?
কোন শৃঙ্খলায় আটকে আছে
ডানামেলা সব পাখি হত,
বালুতে লুকায়ে মুখ, আহাজারি
মরু উটের মত!